চন্দ্রযান-3-এর শুরু থেকে এযাবত

22 August 2023

14 জুলাই 2023: চন্দ্রযান-3 মিশন চালু হয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে

1 অগস্ট 2023: চন্দ্রযান-3 পৃথিবীর কক্ষপথের বাইরে ছিল। তারপরে ধীরে ধীরে তা অতিক্রম করে।

5 অগস্ট 2023: চন্দ্রযান-3 চাঁদের কক্ষপথে প্রবেশ করে। অর্থাৎ চাঁদের আরও কিছুটা কাছে যায়।

16 অগস্ট 2023: চাঁদের কক্ষপথে শেষ পদক্ষেপ সম্পন্ন করে চাঁদের দিকে এগিয়ে গিয়েছে।

17 অগস্ট 2023: অবতরণের আগে প্রোপালশন এবং ল্যান্ডার আলাদা হয়েছে। আর ল্যান্ডার একা এগিয়ে গিয়েছে চাঁদের দিকে।

18 অগস্ট 2023: ডিবুস্টিং প্রক্রিয়া চলেছে। অর্থাৎ অবতরণের জন্য গতি কমানো হয়েছে।

22 অগস্ট 2023: চন্দ্রযান-3 এর মিশন চাঁদের দিকে এগিয়ে চলেছে। আর গতি অনেকটাই ধীর করে দেওয়া হয়েছে।

23 অগস্ট 2023: সন্ধ্যা 6টা 4 মিনিট নাগাদ চাঁদে অবতরণের কথা রয়েছে চন্দ্রযান-3-র।

সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত করবে ইসরো। ইউটিউব চ্যানেল থেকে শুরু করে টুইটার, সবেতেই লাইভ হবে।