25 November 2023

পৃথিবীর 10 কিলোমিটার অন্দরে ঢুকছে চিন

পৃথিবীর অন্দরের সম্পদ দেখতে 10 হাজার মিটার গভীর গর্ত খুঁড়ছে চিন। দ্রুত তারা পৃথিবীর গর্ভে পৌঁছানোর চেষ্টা করেছে।

ধরিত্রীর অন্দরের প্রাকৃতিক সম্পদ তুলবে, এমনই অভিলাষ চিনের। দেশটি মাটিতে 10 হাজার মিটার অর্থাৎ 10 কিলোমিটার গর্ত খনন শুরু করেছে।

চিনের সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, চিনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন এই কাজটি করছে সিচুয়ান প্রদেশে। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কী?

সংস্থাটির মতে, চিনা সরকার প্রাকৃতিক গ্যাসের সন্ধান করছে। আর সেই গ্যাস মাটির তলাতেই রয়েছে। সেই গ্যাস পাওয়ার জন্যই মাটিতে 10 হাজার মিটার অর্থাৎ 10 কিলোমিটার গর্ত খনন শুরু করেছে।

চিনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এই গর্তের গভীরতা 10,520 মিটার (6.5 মাইল)। প্রকল্পটি এর আগে CNPC চলতি বছরের মে মাসে জিনজিয়াং প্রদেশে খনন করার চেষ্টা করেছিল।

কিন্তু তখন বিশেষ কোনও কারণে সম্ভব হয়নি। তবে এবার সেই কাজ শুরু হয়েছে। এটি চিনে ড্রিল করা সবচেয়ে গভীর কূপ হিসাবে ঘোষণা করা হয়েছে।

সিচুয়ানেই কেন এই প্রকল্প করা হচ্ছে? সিচুয়ান এলাকাটি চিনের দক্ষিণ-পূর্ব প্রদেশে অবস্থিত। এতে প্রচুর সম্পদ সঞ্চিত রয়েছে।

জায়গাটি মশলাদার খাবার, দর্শনীয় পর্বত এবং পান্ডার জন্য পরিচিত। এছাড়াও চিনের বৃহত্তম শেল গ্যাসের মজুত রয়েছে এখানে। তাই এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছে কূপটি খনন করার জন্য।