6 December 2023

গ্লোবাল ওয়ার্মিংয়ে দায়ী গরুর ঢেকুর!

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হিসেবে বিজ্ঞানীরা এখন গরুকেও দায়ী করছেন। কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয় বা জলবায়ু পরিবর্তনে গরুর ভূমিকা কী?

বিজ্ঞানীদের মতে গরুর পেট থেকে বিষাক্ত মিথেন গ্যাস বের হচ্ছে। এটি একটি গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ এটি এমন একটি গ্যাস যার কারণে পৃথিবী ক্রমাগত উষ্ণ হচ্ছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এক বছরে একটি গরুর ঢেকুর থেকে যে পরিমাণ মিথেন গ্যাস বের হয় তা বছরে একটি গাড়ি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের সমান।

মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইডের চেয়ে 25 গুণ বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। গরুর ঢেকুরের কারণে বিশ্ব উষ্ণায়নের পরিমান দিনের পর দিন বেড়েই চলেছে।

বর্তমানে গরুর ঢেকুর কম ক্ষতিকর করার জন্য অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে অনেকগুলি 2018 সাল থেকেই চলছে।

উদাহরণস্বরূপ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া গরুকে একটি বিশেষ ধরনের ভ্যাকসিন দিয়ে বোঝার চেষ্টা করেছিল যে এটি মিথেন উৎপাদন কমায় কি-না।

প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের গবেষণা অনুসারে, যাতে গরু থেকে কম মিথেন গ্যাস নির্গত হয়, এর জন্য অনেক ধরণের ইনজেকশনও দেওয়া যেতে পারে। 

নাইট্রোঅক্সিপ্রোপ্যানাল এবং আয়নোফোরস জাতীয় ইনজেকশন। যদিও ইউরোপীয় ইউনিয়ন তাদের এই বক্তব্য়কে স্পষ্টভাবে অস্বীকার করেছে।