29 November 2023

‘পৃথিবীর জিভ’-এর সঙ্গে পরিচয় করবেন নাকি?

বিজ্ঞানীদের মতে পৃথিবীতে একটি অনন্য প্রজাতির ছত্রাক রয়েছে, যা দেখে তাঁরা এটি সম্পর্কে জানার চেষ্টা করেছেন।

রহস্যময় এই ছত্রাকটি দেখতে জিহ্বার মতো। তাই বিজ্ঞানীরা আর নাম দিয়েছেন ‘আর্থ টাং’ (Earth Tongue) ছত্রাক।

কালো রঙের এই ছত্রাকগুলি দেখে মনে হয় অন্য কোনও পৃথিবী থেকে এসেছে। এরা 300 মিলিয়ন বছর আগে ছত্রাকের প্রজাতি থেকে আলাদা হয়ে গিয়েছিল।

এটিও এক ধরনের ছত্রাক, কিন্তু দেখতে অদ্ভুত। যদিও এখন বিজ্ঞানীরা তাদের জন্য আলাদা জেনেটিক শাখা তৈরি করছেন।

এই ‘আর্থ টাং'ছত্রাকটি অন্য় ছত্রাকের থেকে আলাদা। এরা পৃথিবীর উপরের পৃষ্ঠে জন্মগ্রহণ করে এবং তার জিহ্বার মতো গঠন বাতাসে উঁচু করে রাখে।

আলবার্টা বিশ্ববিদ্যালয়ের মাইকোলজিস্ট টবি স্প্রাইবাইল বলেছেন যে, এটি ছত্রাকের জগতের প্লাটিপাস এবং এচিডনা।

প্লাটিপাস এবং এচিডনা হল এক ধরনের সরীসৃপ প্রানী, যারা ডিম দেয়। অর্থাৎ এরা অন্য় সরীসৃপ প্রানীদের থেকে আলাদা। ঠিক তেমনই এই ‘আর্থ টাং' ছত্রাকটি অন্য় ছত্রাকের থেকে আলাদা।

বিজ্ঞানীরা বিশ্বের 9টি দেশের 30টি ছত্রাক অধ্যয়ন করে দেখেন যে, এই প্রজাতিটি 300 মিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম জন্মেছিল।