6 December 2023
উল্টো দিকে ঘুরবে পৃথিবী, কী হবে?
পৃথিবীতে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পৃথিবীর ভেতরের অংশ গরম ও কঠিন লোহা দিয়ে তৈরি।
এর ফলে পৃথিবীতে চৌম্বক ক্ষেত্র এবং মহাকর্ষ বল তৈরি হয়। পৃথিবীর কেন্দ্রে ঘূর্ণনের কারণেই এমনটা ঘটে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
তবে পৃথিবীর ঘূর্ণন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলে বা বিপরীত দিকে ঘুরতে শুরু করলে কী হবে? পৃথিবীতে কি প্রবল ভূমিকম্প হবে?
এর মহাকর্ষ বল কি শেষ হয়ে যাবে? এর চৌম্বক ক্ষেত্রের উপর কি প্রভাব পড়বে? এসবেরই উত্তর খুঁজেছেন বিজ্ঞানীরা।
নেচার জিওসায়েন্সের এক রিপোর্টে বলা হয়েছে, প্রায় 70 বছর পর পর পৃথিবীর কেন্দ্রে ঘূর্ণনের দিক পরিবর্তন হয়।
তবে এখন বিশ্বাস করা হচ্ছে যে এই পরিবর্তনটি 17 বছরে ঘটবে এবং পৃথিবীর কেন্দ্র বিপরীত দিকে ঘুরতে শুরু করবে।
বিজ্ঞানীদের একটি দল দাবি করেছে যে, পৃথিবী তার ঘূর্ণনের দিক পরিবর্তন করতে পারে। 2009 সালে পৃথিবীর অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন থেমে যায়।
তারপর তা আশ্চর্যজনকভাবে বিপরীত দিকে ঘুরে যায়। 14 বছর পর আবারও সেই সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় 70 বছর পর পৃথিবীর আবর্তনে পরিবর্তন হবে।
আরও পড়ুন