হিমালয় থেকে বেরিয়ে আসা বড় নদীগুলি শীঘ্রই শুকিয়ে যাবে বলে জানাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নদীগুলির জলস্তর দ্রুত নীচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদীগুলির 2050 সালের মধ্যে জলস্তর কমে শুকিয়ে যেতে পারে।
আর এর ফলাফল হবে ভয়াবহ। এর কারণে বিভিন্ন শহরের 170 থেকে 240 কোটি মানুষ জল এক বিন্দুও জল পাবে না। এই ভয়াবহ পরিস্থিতির পিছনে কারণ কী?
হিমবাহ পৃথিবীর প্রাণের প্রধান উৎস। বর্তমানে পৃথিবীর 10 শতাংশ হিমবাহ রয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে সেগুলি দ্রুত গলে যাচ্ছে।
অ্যান্টার্কটিকায় প্রতি বছর 15 বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে। গ্রিনল্যান্ডেও প্রতি বছর 27 বিলিয়ন টন বরফ গলতে শুরু করেছে।
শুধু তাই নয়, অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের পর সবচেয়ে বেশি হিমবাহ রয়েছে হিমালয়ের উপরে। যেগুলি বর্তমানে দ্রুত গলে যাচ্ছে। গঙ্গা শুকিয়ে গেলে কী হবে?
অনেক রাজ্যে প্রায় 40 কোটি মানুষ জীবিত রয়েছে এই জলের উপর নির্ভর করে। এটি গঙ্গোত্রী হিমবাহ থেকে জল পাচ্ছে।
কিন্তু এই হিমবাহ নিজেই বিপদে পড়েছে। তাই গঙ্গাকে বাঁচানোর ক্ষমতা গঙ্গোত্রী হিমবাহেরও নেই। ফলে সেই 40 কোটি মানুষের প্রাণ সঙ্কটে।