12 December 2023

বিষাক্ত শৈবালে ঢাকা পড়ছে ভারত মহাসাগর

credit: Instagram

TV9 Bangla

একে প্লাস্টিকের কারণে বিশ্বে জল দূষণের মাত্রা বাড়ছে। তারউপর ভারত, পাকিস্তান, ইরান, ভিয়েতনামসহ সারা বিশ্বের সমুদ্রকে দ্রুত গ্রাস করে নিচ্ছে এক বিষাক্ত শৈবাল।

এই শৈবাল সমুদ্রের 3 কোটি 14 লাখ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এর প্রভাব ভয়াবহ হতে পারে।

তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিষাক্ত শৈবাল ছড়ানোর পেছনে মানুষেরই ভূমিকা রয়েছে। চিনা বিজ্ঞানীদের মতে, 2003 সাল থেকে এই বিষাক্ত শৈবালের বিস্তার 13.2 শতাংশ বেড়েছে।

সমুদ্রের জলের তাপমাত্রা বাড়ার কারণে, গত দুই দশকে শৈবালের মাত্রাও দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই বিষাক্ত শৈবালের মাত্রা যত বাড়বে, ততই তার প্রভাব দেখা দেবে জলবায়ু পরিবর্তনে।

শৈবাল জলে দ্রুত বৃদ্ধি পায়। এই শৈবালের বিস্তার জলের রঙ নষ্ট করে দেয়। সাম্প্রতিক স্যাটেলাইট থেকে তোলা ছবিগুলিতে দেখা গিয়েছে, এই বিষাক্ত শৈবাল হলুদ, লাল ও সবুজ রঙের হয়।

বিজ্ঞানীদের মতে, বিষাক্ত শৈবালের দ্রুত বৃদ্ধির কারণে মাছের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। শৈবালগুলি জলে বায়োটক্সিন তৈরি করে, যা বন্যজীবনের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

এই সংক্রান্ত একটি গবেষণা নেচার জার্নালে প্রকাশিত হয়েছে, যাতে নাসার 7,60,000 ছবিকে তুলে ধরা হয়েছে। 2020 সালে সমুদ্রে এই শৈবালের আয়তন ছিল 8 .6 শতাংশ।

সেই মাত্রা বর্তমানে বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। চিনা বিজ্ঞানীরা এ বিষয়ে আরও জানাচ্ছেন যে, এটি বিশ্বব্যাপী একটি বড় পরিবেশগত সমস্যার সৃষ্টি করতে পারে।