22 November 2023
বিশ্বের সবচেয়ে বড় প্রাণী কী?
পেরুতে একটি বিশাল প্রাচীন তিমির জীবাশ্ম পেতেই তাকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে চলেছেন।
তাঁরা জানিয়েছেন, এটিই বিশ্বের সবচেয়ে ভারী প্রাণী। তিরিশটি হাতির যা ওজন, তাই-ই হবে এই তিমি মাছটির ওজন।
গবেষণা অনুসারে, জীবাশ্মের নমুনাটি 82 ফুট লম্বা, একটি নীল তিমির চেয়ে ছোট। তবে এর কঙ্কালের ওজন যে কোনও নীল তিমির চেয়ে অনেক গুন বেশি।
তিমিটির নাম পেরুসেটাস কলোসাস (Perucetus Colossus Whale)। সাধারণত পেরুতেই বসবাস করত তিমির এই প্রজাতিটি।
ধীরে ধীরে পরিবেশের ক্রমাগত পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা এই জীবাশ্মকে ঘিরে আর কী কী নতুন তথ্য জানতে পেরেছেন?
বিলুপ্ত পেরুসেটাস কলোসাস তিমির আনুমানিক ওজন 85 থেকে 340 মেট্রিক টন। এটি নীল তিমির সমান। এমনকী তার থেকেও বেশি।
সম্প্রতি নেচার জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। এই গবেষণার লেখক জিওভানি বিয়ানুচি এই সব তথ্য জানিয়েছেন।
পেরুসেটাসের ওজন মোটামুটি দু’টি নীল তিমি, তিনটি ডাইনোসর, 30 টিরও বেশি আফ্রিকান বন্য হাতি এবং 5,000 জনেরও বেশি লোকের সমান।
আরও পড়ুন