14 December 2023

ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে আপনার নিতম্বের হাড়!

credit: Instagram

TV9 Bangla

ক্রমাগত বেড়েই চলেছে বায়ু দূষণের মাত্রা। বায়ুতে বিষাক্ত গ্যাসীয় ও সূক্ষ্ম ধূলিকণা মানুষের শ্বাস ক্রিয়াকে প্রভাবিত করে।

কার্বন মনোক্সাইড গ্যাসটি মানুষের ফুসফুসে প্রবেশ করে, রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কার্বক্সিল হিমোগ্লোবিন গঠন করে।

ফলে মানুষের রক্তে অক্সিজেন বহন করার জন্য প্রয়োজনীয় হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পায়। কিন্তু আপনি কি জানেন, আপনার শরীরে হাড়ের ক্ষয় হয়, বায়ু দূষনের ফলে।

নতুন এক গবেষণায় এমনই ভীতিকর বিষয় সামনে এসেছে। অর্থাৎ আপনি যত বেশি বায়ু দূষণযুক্ত শহর বা এলাকায় বাস করবেন, আপনার হাড় তত বেশি দুর্বল হবে।

অস্টিওপোরোসিসের মতো দুরারোগ্য রোগ বাসা বাঁধবে আপনার শরীরে। হাড় এতটাই ভঙ্গুর হয়ে যাবে যে, সামান্য আঘাতেই তা ভেঙে যাওয়ার সম্ভবনা থাকবে।

গবেষণার সময়, বিজ্ঞানীরা সেই মহিলাদের হাড়ে থাকা খনিজগুলির ঘনত্ব নিয়ে গবেষণা করেছেন। মানে তাঁরা খনিজ পদার্থের ঘনত্ব নিয়ে পরীক্ষা করেছেন।

পরীক্ষার পরে বিজ্ঞানীরা সেই মহিলাদের বাড়ির আশেপাশে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং পিএম 10 পরীক্ষা করেছেন।

এই মহিলাদের লোহিত রক্তকণিকাও পরীক্ষা করেছিলেন। দেখা গিয়েছে, যেসব এলাকায় বিষাক্ত গ্যাস ও দূষণের মাত্রা বেশি, সেসব এলাকার মহিলাদের গলা, মেরুদণ্ড এবং নিতম্বের হাড় দুর্বল।