আপনি জানলে অবাক হবেন যে, টিয়া পাখি ঠোঁট ছাড়াই সমস্ত কথা বলতে পারে। এবার আপনি ভাববেন ঠোঁট ছাড়া বলতে?
90 শতাংশ মানুষই জানেন সুন্দর লাল ঠোঁট। আদতেই কি তারা ঠোঁটের ব্য়বহার করে কথা বলার জন্য? বিজ্ঞানীরা কিন্তু বলছেন অন্য কথা।
তারা জানাচ্ছেন, কথা বলার জন্য টিয়া পাখির ঠোঁটের প্রয়োজন পড়ে না। তারা উইন্ডপাইপ এবং ফুসফুসের মধ্যে একটি ফাঁপা ওয়াই (Y)-আকৃতির সৃষ্টি করে।
একে সিরিঙ্কস বলা হয়। যখন টিয়া পাখি শ্বাস নেয়, বাতাস সেই সিরিঙ্কসের মধ্য দিয়ে যায়। এটি কম্পন সৃষ্টি করে। ফলে শব্দের সৃষ্টি হয়।
ফলে আপনি তাকে যা বলবেন, সে সেই শব্দ শুনে হুবহু নকল করবে। এমনকী আপনি যদি তার সামনে গানও গান, তাহলেও সে গাইতে পারে।
একটি টিয়া পাখি কীভাবে কোনও শব্দের অর্থ বোঝে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, আফ্রিকায় পাওয়া ধূসর টিয়া পাখি এত স্পষ্টভাবে কথা বলে যে, সে যে কোনও কিছুর উত্তর অনায়াসেই দিতে পারে।
এর কারণ হল তারা বোঝে যে কোন কথার কী মানে, কখনই বা সেই কথা বলতে হবে। বিজ্ঞানীদের মতে, টিয়া পাখির মস্তিষ্ক অন্যান্য পাখির চেয়ে আলাদা।
এই কারণে তারা মানুষের ভাষা বুঝতে এবং সেই মতো কথা বলতে পারে। এমনকী তাকে একটি কথা বারবার বলার পরে সে বুঝে যায় কখন-কোথায় সেই কথাটা বলতে হবে।