19 January 2024

পৃথিবীতে ফুরিয়ে যাচ্ছে অক্সিজেন!

credit: istock

TV9 Bangla

এতদিন মনে করা হত পৃথিবীর ‘মৃত্যু’ হবে প্রায় পাঁচশো কোটি বছর পর। কিন্তু বিজ্ঞানীদের অনুমানে সেই হিসেব পাল্টে যাচ্ছে।

ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ফলে খুব তাড়াতাড়ি পৃথিবীতে জীবন শেষ হয়ে যাবে বলেই দাবি তাঁদের।

নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, 100 কোটি বছরের মধ্যেই ফুরিয়ে যাবে বায়ুমণ্ডলে থাকা বেশির ভাগ অক্সিজেন। তাহলে প্রাণী জগতের কী হবে?

পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 21 শতাংশ অক্সিজেন দিয়ে তৈরি। আর পৃথিবীতে প্রাণ থাকার অন্যতম প্রধান কারণই হল এই অক্সিজেন।

আর ঠিক কত দিন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা থাকবে, তা বোঝার জন্য গবেষণা চালিয়েছিলেন বিভিন্ন বিজ্ঞানীরা।

পৃথিবীর জলবায়ু, জৈবিক এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়া, সূর্যের তাপ-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন।

তেমনই একটি উপকরণ হল হিং। বাঙালি হেঁশেলে হিং-এর সন্ধান মিলবেই। তবে শুধু রান্নায় স্বাদ বাড়াতেই নয়, ওজন কমাতেও হিং-এর জুড়ি মেলা ভার।

আর সেই গবেষণার ফলাফলে দেখা গিয়েছে,  পৃথিবীর বায়ুমণ্ডল থাকা অক্সিজেনের আয়ু সম্ভবত 100 কোটি বছরের কিছু বেশি।

প্রায় 110 কোটি বছর পর বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা মাত্র এক শতাংশে নেমে আসতে পারে বলেও গবেষকদের অনুমান।