আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি প্রাণী আছে, যে কি না অমর। সে তার সমস্ত অঙ্গ পুনরুজ্জীবিত করতে পারে নিজে থেকেই।
এক কথায়, মৃত্যু ছুঁতে পারে না এই প্রাণীটিকে। প্রাণীটির নাম মেক্সিকান স্যালামান্ডার, যা অ্যাক্সোলোটাল বা অ্যাক্সোলোটল নামেও পরিচিত।
মেক্সিকো শহরের দু’টি হ্রদে এটি পাওয়া যায়। হ্রদের ছোট মাছ খেয়ে তারা বেঁচে থাকে। যদিও এটি ‘ওয়াকিং মাছ (Walking Fish)’ হিসাবেও পরিচিত।
বিজ্ঞানীদের মতে, এটি কোনও মাছ নয়, একটি উভচর প্রাণী। প্রজাতিটি মূলত মেক্সিকো সিটির অন্তর্নিহিত জোছিমিলকো হ্রদে পাওয়া গিয়েছিল।
এই প্রজাতিটি প্রায় বিলুপ্তির পথে। এর বিলুপ্তির প্রধান কারণ হল দূষণ এবং অন্যান্য প্রাণীর আক্রমণ। কিন্তু এরা অমর কীভাবে?
গবেষণায় দেখা গিয়েছে যে, এই প্রাণীর নিওকর্টেক্স অন্যান্য প্রাণীর থেকে অনেক বেশি শক্তিশালী। এটি তার মস্তিষ্কের বিকাশ ঘটায়।
ধীরে-ধীরে বিজ্ঞানীরা এর মস্তিষ্কের টেলেন্সফালনের একটি বড় অংশ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন, Axolotl খুব ধীরে-ধীরে হলেও প্রতি সপ্তাহে তার মস্তিষ্কের বিকাশ ঘটায়।
আর এই সব কিছুই ধাপে ধাপে ঘটে। অ্যাক্সোলোটাল মস্তিষ্কের কোষগুলিকে পুনরায় বিকাশ করে। তবে এই শক্তি অন্য কোনও জীবের মধ্যে এর আগে দেখা যায়নি।