চাঁদ-পৃথিবী আর নিজের ছবি তুলল আদিত্য-L1

07 September 2023

ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1-এর যাত্রা গত শনিবার অর্থাৎ 2 সেপ্টেম্বর চালু হয়েছে।

তারপর থেকেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র চোখ রয়েছে আদিত্য L1-এর দিকে।

'আদিত্য' তার প্রথম সেলফি তুলে পাঠিয়েছে ইসরোকে। এছাড়াও পৃথিবী ও চাঁদকে ক্যামেরায় বন্দী করা হয়েছে।

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এর একটি ভিডিয়ো শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'X'-এ একটি পোস্টে এ কথা জানিয়েছে।

ISRO সেই পোস্টে লিখেছে যে, "আদিত্য-L1 সূর্য-পৃথিবীর L1 পয়েন্টের দিকে এগোচ্ছে। এটি প্রথম সেলফি তুলেছে এবং পৃথিবী ও চাঁদের ছবিও তুলেছে।"

ISRO একটি 26 সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করেছে, যাতে আদিত্যের সেলফি, চাঁদ ও পৃথিবীকে দেখা যাচ্ছে। এগুলি আপনার নজর কাড়তে বাধ্য।

ইতিমধ্যেই আদিত্য-L1-এর কক্ষপথ পরিবর্তন করা হয়েছে। বর্তমানে পৃথিবী থেকে আদিত্যের সর্বনিম্ন দূরত্ব 282 কিমি।

আর এর সর্বোচ্চ দূরত্ব 40 হাজার 225 কিমি। 'আদিত্য-L1'-এর কক্ষপথের পরিবর্তনটি করা হবে 10 ​​সেপ্টেম্বর  দুপুর 2.30 টায়।

দেশের প্রথম সৌরযান'আদিত্য-L1' পৃথিবী থেকে প্রায় দেড় মিলিয়ন কিলোমিটার দূরে সান-আর্থ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে (L-1) থেকে, সূর্যের বাইরের বায়ুমণ্ডল পরীক্ষা করবে।