পৃথিবীর মহাকাশ গবেষণা সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে, কে আগে চাঁদের জায়গা দখল করবে।
ভারত তার চন্দ্রযান -3 মিশন সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে, তাও আবার চাঁদের দক্ষিণ মেরুতে। সেখানে এখনও পর্যন্ত কোনও দেশ যেতে পারেনি।
এখনও পর্যন্ত চারটি দেশ- আমেরিকা, রাশিয়া, চিন ও ভারত চাঁদে তাদের মিশন অবতরণ করতে পেরেছে। জাপান পরবর্তী চেষ্টা করতে যাচ্ছে।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) 7 সেপ্টেম্বর সকাল 8 বেজে 42 মিনিটে তার চন্দ্র অভিযান শুরু করবে।
অগস্টের শেষ সপ্তাহে মিশনটি হওয়ার কথা ছিল। কিন্ত আবহাওয়া খারাপ থাকায়, তা হয়ে উঠতে পারেনি। এর আগে জাপানের তরফে কোনও মহাকাশযান চাঁদে পাঠানো হয়নি।
এটিই হবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের জাপানের প্রথম প্রচেষ্টা। তবে চলতি বছরের মে মাসে জাপানের একটি বেসরকারি কোম্পানি চাঁদে যান অবতরণ করতে চেয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়।
এক প্রতিবেদনে বলা হয়েছে , জাপানি মহাকাশযানের নাম SLIM, যার পুরো কথা স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন। এটি চন্দ্রযান-3 থেকে অনেক ছোট।
মাত্র 200 কেজির এই যানটি। চন্দ্রযান-3-এর বিক্রম ল্যান্ডারের ওজন ছিল 1750 কেজি। জাপানের এই মিশনের উদ্দেশ্য চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করা।
JAXA চাঁদে 100-মিটার জায়গা বেছে নিয়েছে, যেখানে 'স্লিম' মহাকাশযানটি অবতরণ করার চেষ্টা করা হবে। অবতরণ করতে 4 থেকে 6 মাস সময় নিতে পারে।