7 December 2023

ডাইনোসরের ডাক কেমন? জানালেন বিজ্ঞানীরা

ডাইনোসরদের পৃথিবীতে ফিরিয়ে আনতে একের পর এক গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। শুধুমাত্র জীবাশ্মের ভিত্তিতে ডাইনোসর সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া সম্ভব নয়।

যে কারণে ডাইনোসর সম্পর্কে অনেক কিছুর তথ্য এখনও পাওয়া যায়নি। তবে সবসময়ই একটি প্রশ্নের উত্তর অজানা রয়ে গিয়েছে।

কী জানেন? তা হল ডাইনোসররা কেমনভাবে আওয়াজ করত বা ডাকতো? সেই শব্দের সূত্রই পেয়েছেন বিজ্ঞানীরা। তা জানলে আপনিও অবাক হবেন।

নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে, 2005 সালে বিজ্ঞানীরা একটি ক্রিটাসিয়াস যুগের ডাইনোসরের জীবাশ্ম পেয়েছিলেন। আর তারপর থেকেই এই দীর্ঘ গবেষণা চলছে যে, তারা কেমনভাবে ডাকতো।

2005 সালে, মঙ্গোলিয়ার গোবি অববাহিকায় জীবাশ্ম আকারে আঙ্কলাসোর প্রজাতির অন্তর্গত পিনাকোসরাস গ্রেঞ্জি নামে একটি ক্রিটেসিয়াস কার্পেট ডাইনোসরের দেহ পাওয়া গিয়েছিল।

এই জীবাশ্মটির বিশেষ বিষয় হল, এর ঘাড়ের হাড়টি সম্পূর্ণ ছিল। যা সাধারণভাবে ঘটে না। এ নিয়ে বিজ্ঞানীরা ওই ডাইনোসরের শ্বাস-প্রশ্বাসের তথ্য পাবেন বলে তারা জানাচ্ছেন।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, “স্তন্যপায়ী প্রাণী, উভচর এবং সরীসৃপরাও তাদের শ্বাস-প্রশ্বাসের টিউব দিয়ে শব্দ করে। কিন্তু এখানে পাখিরা ব্যতিক্রম।"

বিজ্ঞানীদের মতে, গবেষণার ফলাফলের পর এটি ধরে নেওয়া যেতে পারেই যে, ডাইনোসররা অনেকটা কুমিরের মতো আওয়াজ করত।