পৃথিবী থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে চাঁদ। এবার হয়তো আর 24 ঘণ্টায় এক দিন সম্পূর্ণ হবে না। তাহলে এবার কী হতে চলেছে?
শুনেই চমকে উঠলেন তো? আদতেই এমনটা হচ্ছে। আপনি বুঝতে না পারলেও সকালবেলা ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত দিনের দৈর্ঘ্য ক্রমাগত বাড়ছে।
অর্থাৎ এমনটা ধরা যেতেই পারে যে, দিনের দৈর্ঘ্য় 24 ঘণ্টার জায়গায় 25 ঘণ্টা হতে হয়তো বেশি দিন বাকি নেই।
চাইলে আপনি একবার খেয়াল করে দেখতেই পারেন যে, কতক্ষণ দিন থাকছে। তবে বিজ্ঞানীরা কিন্তু তাঁদের গবেষণা জারি রেখেছেন।
বিজ্ঞানীরা বলছেন, “লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য ছিল 13 ঘণ্টারও কম। কিন্তু বর্তমানে তা ক্রমশ বেড়ে চলেছে।"
পৃথিবী ও চাঁদের ঘূর্ণনের কারণে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে গেলে, ফুলে ওঠা জল আবার নেমে যায়। জলের এই নেমে যাওয়াকে ভাটা বলে।
তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, জোয়ারের টান চাঁদের ঘূর্ণনকে ধীর করে দেয়। তাই চাঁদ নিজের কক্ষপথের অনেক উঁচুতে উঠে যাচ্ছে। আর তাই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বেড়ে যাচ্ছে।
চাঁদ প্রতি বছর 1.5 ইঞ্চি (3.8 সেমি) হারে দূরে সরে যাচ্ছে, যার প্রভাব পড়ছে পৃথিবীর উপর। কারণ চাঁদ ক্রমশ দূরে সরে যাওয়ার ফলে পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে যাচ্ছে।