14 December 2023

আপনার মতোই কথা বলে মাশরুম!

credit: Instagram

TV9 Bangla

বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাশরুম মানুষের মত একে অপরের সঙ্গে কথা বলে। তারা তাদের শিকড়ের সাহায্যে এই কাজটি করে, যাকে বলা হয় মাইসেলিয়াম।

মাইসেলিয়াম ছত্রাকের যে দৈহিক অংশ, যা অগণিত শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত। গবেষণায় দেখা গিয়েছে, মাশরুমের নিজস্ব মস্তিষ্ক আছে।

এমনকি অনুভূতির চেতনাও রয়েছে। ওয়েস্ট ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার পর ছত্রাক প্রজাতির এই উদ্ভিদের প্রতি বিজ্ঞানীদের আগ্রহ বাড়তে থাকে।

বিভিন্ন জাতের মাশরুম নিয়ে নিরন্তর গবেষণা চলছিল। এরই মধ্যে সর্বশেষ গবেষণা হল, তাদের মস্তিষ্ক মানুষের মতোই সবসময় সক্রিয় থাকে।

মাশরুমে নিউরোট্রফিন নামক প্রোটিন থাকে। এটি মূলেও পাওয়া যায় এবং একে অপরের সঙ্গে সংযুক্ত রাখতে সাহায্য় করে। মাশরুমের মূলেই এটি বাড়তে থাকে।

এবার নিশ্চয়ই ভাবছেন মাশরুম কি ধরনের ভাষায় কথা বলে?বিজ্ঞানীরা জানাচ্ছেন, মাশরুমরা প্রায় 50 শব্দ বলতে পারে।

তাদের প্রতিটি শব্দের দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ অক্ষর। প্রতিদিনের কথোপকথনে তারা প্রায় 20 শব্দ ব্যবহার করে। এই শব্দগুলি বৈদ্যুতিক আবেগের মাধ্যমে একটি থেকে অন্যটিতে পৌঁছায়।

এর সাহায্যে তারা প্রকৃতিতে ঘটা বিপদের যেকোনও বিষয় সম্পর্কে অন্যদের কাছেও পৌঁছে দেয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিষয়ে এখনই কোনও বড় কিছু সিদ্ধান্তে আসা যাবে না।