মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং ইসরো একসঙ্গে একটি স্যাটেলাইট তৈরি করছে, যা পৃথিবীর সবচেয়ে দামি স্যাটেলাইট হতে চলেছে।
এই স্যাটেলাইটের নাম হল NASA ISRO Synthetic Aperture Radar (NISAR), যা 2024-এর শুরুতে উৎক্ষেপণের জন্য প্রায় প্রস্তুত।
এই স্যাটেলাইটটি গোটা বিশ্বের জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেবে।
এই স্যাটেলাইটের ওজন 2,600 কেজি। স্যাটেলাইটটি 1.5 বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় 150 কোটি টাকা) ব্যয়ে তৈরি করা হচ্ছে।
এই খরচা চন্দ্রযান 3 মিশনের চেয়ে অনেক বেশি। এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্যাটেলাইট। এটি পৃথিবীর পৃষ্ঠ, সমুদ্র এবং বরফ পর্যবেক্ষণ করবে।
বিজ্ঞানীদের মতে, এই স্যাটেলাইটের মাধ্যমে তারা জানতে পারবেন ভূপৃষ্ঠের নিচে কী ঘটছে। সেই তথ্য পেতে এতে বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ অ্যান্টেনা লাগানো হবে।
বিজ্ঞানীরা স্যাটেলাইটের দ্রুত গতি ব্যবহার করবেন, যার মাধ্যমে একটি ভার্চুয়াল অ্যান্টেনা তৈরি করা যেতে পারে। ISRO NISAR ইউটিলাইজেশন প্রোগ্রামও ঘোষণা করেছে।
এর মাধ্যমে ভারতীয় গবেষক ও বিজ্ঞানীরা NISAR স্যাটেলাইট মিশনের ডেটা অ্যাক্সেস করতে পারবেন। এবার শুধু উৎক্ষেপণের অপেক্ষা।