সৌরজগতে এমন একটি গ্রহাণু আছে, যা সম্পর্কে বহু মানুষই জানেন না। আমেরিকান মহাকাশ সংস্থা নাসার নজর এবার নতুন গ্রহাণুর দিকে।
গ্রহাণুটির নাম সাইকি। নাসা ঘোষণা করেছে যে, তারা 5 অক্টোবর একটি মিশন শুরু করতে যাচ্ছে, যা গ্রহাণু সাইকি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। কিন্তু এবার আসল প্রশ্ন হল গ্রহাণু সাইকি কী?
মার্কিন মহাকাশ সংস্থার মতে, পৃথিবী থেকে আবিষ্কার করা 16তম গ্রহাণু হল এটি। 1852 সালে ইতালীয় জ্যোতির্বিদ অ্যানিবেল ডি গ্যাসপারিস সাইকি আবিষ্কার করেছিলেন।
এর ব্যাস 226 কিলোমিটার বলে অনুমান করা হয়। বিজ্ঞানীরা রাডারের সাহায্যে গ্রহাণুটি নিয়ে গবেষণা করেছেন।
সাইকির আকৃতি আলুর মতো। এতে মূল্যবান ধাতু রয়েছে। আত সেই ধাতুর সন্ধানেই ছুটে যাবে নাসার মহাকাশযান।
এক রিপোর্ট অনুযায়ী, গ্রহাণু সাইকিতে 10,000 কোয়াড্রিলিয়ন ডলার মূল্যের লোহা, নিকেল এবং সোনা থাকতে পারে।
গ্রহাণু সাইকি মহাকাশে মঙ্গল এবং বৃহস্পতির মাঝে একটি স্থানে স্থির হয়ে রয়েছে। সেখানেই পৌঁছতে হবে নাসার মহাকাশযানকে।
‘জওয়ান’ রিলিজ়ের পর অগস্ট মাসেই বক্স অফিসে ব্যাপক সাফল্যের সাক্ষী থাকল বলিউড।