ঠিক যেন হিরের টুকরো! বুধের ছবি দিল NASA

13 September 2023

মহাকাশ সংস্থা NASA মহাবিশ্বের অনেক ছবিই মানুষের সামনে তুলে ধরে, যা নজর কাড়তে বাধ্য। সেই সঙ্গে উঠে আসে অনেক অজানা তথ্য়ও।

এবার NASA একটি আশ্চর্যজনক ছবি তুলে ধরেছে বিশ্ববাসীর কাছে। আর তা দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে উঠেছে অধিকাংশ মহাকাশ প্রেমী।

যারা পৃথিবী এবং মহাকাশের আকর্ষণীয় ফটো দেখতে পছন্দ করেন, তাদের জন্য NASA-এর Instagram হ্যান্ডেলের এই ছবিটি স্বপ্নের মতো।

নাসা সম্প্রতি বুধ গ্রহের একটি ছবি শেয়ার করেছে। এটি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এবং গড় দূরত্বে 58 মিলিয়ন কিমি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ।

সূর্যের কাছাকাছি থাকা সত্ত্বেও, বুধ সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ নয়। NASA-র শেয়ার করা ফটোতে, বুধ গ্রহটি বাদামী এবং নীল রঙের দেখা যাচ্ছে।

যদিও বুধ গ্রহটি সবচেয়ে ছোট ও দ্রুততম গ্রহ, যা প্রতি সেকেন্ডে এর কক্ষপথ প্রায় 29 মাইল (47 কিমি) গতিতে এগিয়ে যায়। বুধের এক বছর পৃথিবীর মাত্র 88 দিনের সমান।

এই ছবিটি NASA-র মেসেঞ্জার মহাকাশযান দিয়ে তোলা হয়েছে। মেসেঞ্জার গ্রহটিকে প্রদক্ষিণ করা প্রথম মহাকাশযান।

পোস্ট করার পর থেকে, ফটোটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটিতে প্রায় 1,235,366 লাইক আর শেয়ার হয়েছে।