শুক্রগ্রহে বাস করবে মানুষ, শুরু হচ্ছে প্রস্তুতি
28 August 2023
টাইটান সাবমার্সিবল, নামটা চেনা মনে হচ্ছে? চলতি বছরের 18 জুন টাইটান সাবমেরিন জলের নিচে বিস্ফোরিত হয়।
এতে ছিল 5 জন। ডুবোযানের ধ্বংসাবশেষ উদ্ধারও হয়েছিল। আর তা দেখতে অনেকে সমুদ্রে নেমেছিল।
এবার সেই টাইটান সাবমেরিন কোম্পানী ওশানগেটের সহ-প্রতিষ্ঠাতা গুইলারমো সোহনলেইন একটি নতুন ইচ্ছা প্রকাশ করেছেন।
2050 সালের মধ্যে শুক্র গ্রহে বসবাসের জন্য এক হাজার মানুষকে পাঠাতে চান তিনি। সোহনেলিন বলেছেন, "পরিকল্পনাটিকে বাস্তবে পরিণত করতেই হবে।"
তিনি মনে করেন এটি 2050 সালের মধ্যে সম্ভব হবে। Business Insider-এ এই রিপোর্ট প্রকাশ পেয়েছে।
সোহনেলিন তাঁর এই লক্ষ্যকে ইলন মাস্কের সঙ্গে শেয়ার করেছেন। আর সেই বিষয়ে একটি টুইটও করেছেন।
2020 সালের জানুয়ারিতে, মাস্ক বলেছিলেন, "তার লক্ষ্য 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহের পৃষ্ঠে এক মিলিয়ন মানুষকে নিয়ে আসা।"
শুক্রের বায়ুমণ্ডল মূলত কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি। তাও সেখানে তিনি একটি মহাকাশ স্টেশন তৈরি করতে চান।
আর মঙ্গলে এমন একটি জায়গা তৈরি করতে চান, যেখানে হাজার হাজার মানুষ বসবাস করতে পারবে। তাও আবার কোনও অসুবিধা ছাড়াই।
আরও পড়ুন