বিজ্ঞানীরা তাদের বিভিন্ন গবেষণায় প্রতিনিয়ত নতুন নতুন ‘প্রাণহানির আশঙ্কা’-র কথা তুলে ধরেন। এবার সেই তালিকায় যুক্ত হল সামুদ্রিক পরিযায়ী পাখিরাও।
বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখেছেন, প্লাস্টিক দূষণের ফলেও বিশ্বে এক নতুন বিপজ্জনক প্রভাব দেখা দিয়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল গবেষণা করতে গিয়ে দেখেছেন, প্লাস্টিক দূষণ পেট্রেল প্রজাতির পাখিদের স্বাস্থ্যের উপর বিরাট বিপদ হয়ে দাঁড়িয়েছে।
আর এই কারণে তারা পরিবেশে টিকে থাকতে পারছে না। গবেষকরা 7,137টি পাখির কার্যকলাপ পরীক্ষা করেছেন। তার তেদর মধ্য়ে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করেছেন।
তাদের অবস্থান, খাদ্য তালিকা, সব কিছুতেই তারা প্লাস্টিক দূষণের সম্মুখীন হচ্ছে। সমুদ্রে প্লাস্টিকের পরিমাণ যে হারে বাড়ছে, তাতে গভীর সমুদ্রে থাকা প্রাণীরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
কিন্তু এবার সামুদ্রিক পরিযায়ী পাখিরাও তা থেকে রেহাই পেল না। বিজ্ঞানীদের মতে, এই বিপুল পরিমাণ প্লাস্টিকের বেশিরভাগটাই জাহাজ এবং বড় বড় শিল্পাঞ্চল থেকে নির্গত বর্জ্য পদার্থ।
সামুদ্রিক প্রাণীরা প্রায়শই প্লাস্টিকের ছোট ছোট টুকরোকে খাবার হিসেবে খেয়ে ফেলে। এর ফলে তাদের মধ্যে বিষের বিস্তার হয়। শুধু তাই নয় সামুদ্রিক প্রাণীরা প্লাস্টিকের জালে জড়িয়ে যায়।
প্রজনন সময়কালে তারা এভাবে প্লাস্টিক খেয়ে ফেলে। ফলে তাদের ঠিকভাবে প্রজনন হয় না। এমনকি ছোট সামুদ্রিক প্রাণীরাও তা থেকে রেহাই পাচ্ছে না।