বাড়ছে প্লাস্টিক দূষণ, বিলুপ্ত হয়ে যাবে জীবজগৎ!

1 September 2023

পরিবেশকে প্রতিনিয়ত অসুস্থ করে তোলার পিছনে মানুষ দায়ী। প্লাস্টিকের ব্যবহার বাড়ছে প্রতিদিন।

সেই প্লাস্টিক জমছে সাগরে। সামুদ্রিক প্রাণীর ক্ষতি হচ্ছে। 300 মিলিয়ন টন প্লাস্টিক বানানো হয় প্রত্যেক বছর।

অর্থাৎ পরিবেশে প্লাস্টিকের মাত্রা বেড়েই চলেছে। 2040 সালের মধ্যে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ তিনগুণ হতে চলেছে।

2023 সালে উৎপাদিত 159 মিলিয়ন টন প্লাস্টিকের মধ্যে 43 শতাংশ (68.5 মিলিয়ন টন) দূষণের কারণ হতে চলেছে।

সুইস রিসার্চ কনসালটেন্সি আর্থ অ্যাকশন (EA) অনুসারে বিশ্বে এমন 12টি দেশ রয়েছে, যারা প্লাস্টিক বর্জ্যের জন্য দায়ী।

চিন, ব্রাজিল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রাশিয়া, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কঙ্গো, ইরান এবং কাজাখস্তান সহ 12টি দেশের মধ্যে ভারত রয়েছে।

মাথাপিছু প্লাস্টিক ব্যবহারে আইসল্যান্ড এগিয়ে রয়েছে, যেখানে বার্ষিক মাথাপিছু খরচ 128.9 কেজি।

ভারতে প্রতি বছর বিশ্বব্যাপী গড় প্লাস্টিকের ব্যবহার 20.9 কেজি। তবে ভারতে 12.3% প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহৃত হয়।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এভাবে চলতে থাকলে, পরিবেশের সমস্ত কিছু বিলুপ্ত হতে আর বেশিদিন সময় লাগবে না।