ISRO-এর সূর্য মিশন আদিত্য-L1 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
লঞ্চের ঠিক 125 দিন পরে এটি তার পয়েন্ট L1-এ পৌঁছবে। নির্ধারিত সময় অনুযায়ীই সব কিছু হচ্ছে এখনও পর্যন্ত।
অর্থাৎ 15 লক্ষ কিলোমিটার দূরে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এ গিয়ে থিতু হবে আদিত্য-L1। সেই পয়েন্টে পৌঁছানোর পরে, যানটি ডেটা পাঠাতে শুরু করবে।
কিন্তু আদিত্য-L1 মিশনের উদ্দেশ্য কী? কেন তাঁকে পাঠানো হল সূর্যের অতটা কাছে? কী জানতে পারবেন বিজ্ঞানীরা?
আদিত্য-L1 অন-বোর্ডে মোট সাতটি পেলোড রয়েছে। এর মধ্যে চারটি রিমোট সেন্সিং পেলোড এবং তিনটি ইন-সিটু পেলোড।
যানটি সূর্যের উপরের বায়ুমণ্ডলের বিকিরণ পরীক্ষা করবে। এতে একটি করোনাগ্রাফি স্যাটেলাইট ব্যবহার করা হয়েছে। সূর্যকে পর্যবেক্ষণ করা এই মিশনের মূল উদ্দেশ্য।
তবে সেই সঙ্গে সূর্যের বায়ুমণ্ডল ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কে তথ্য দেবে। সূর্যের করোনা, সৌর নির্গমন, শিখা করোনাল এই সব কিছু সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করবে এই কৃত্রিম উপগ্রহ।
সূর্যের তাপমাত্রা, বেগ এবং ঘনত্ব, বিবর্তন, গতিশীলতা সব কিছু খুঁজে বের করবে। বিভিন্ন স্তরে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলিকেও শনাক্ত করবে।
চুল পড়ার সমস্যাকে প্রথমেই বন্ধ করতে না পারলে, সমস্যা বাড়ে। চুল দ্রুত পাতলা হতে থাকে। আজকাল এই সমস্যায় অনেকেই ভোগেন।