মহাকাশ থেকে পৃথিবীকে ঠিক কেমন দেখায়? তা হয়তো অনেক মহাকাশচারীরাই শেয়ার করেন। কিন্তু তার কিছুটা ব্যতিক্রম ঘটেছে।
সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম ‘স্পেসওয়াকার’ হলেন আল-নেয়াদি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) একটি মিশনে রয়েছেন।
তিনি প্রায়শই তাঁর বিভিন্ন অভিক্ষতার কথা মহাকাশ স্টেশন থেকে মানুষের কাছে তুলে ধরছেন। সেখান থেকেই সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
তারপরেই তার পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। নেয়াদির পোস্ট করা ছবিতে হিমালয়ের ওপরে মেঘের চাদর দেখা যাচ্ছে। সে যেন মেঘ-পাহাড়ের এক অত্যাশ্চর্য দৃশ্য।
পৃথিবী বিখ্যাত এই পর্বতশ্রেণি ভারত, পাকিস্তান থেকে শুরু করে চিন, ভুটান ও নেপাল পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের তুষারময় চূড়াগুলি মহাকাশ থেকে অতীব সুন্দর দেখায়।
তবে তিনি প্রথম মহাকাশচারী নন, যিনি এমন মনোমুগ্ধকর দৃশ্য শেয়ার করেছেন। এর আগে, NASA মহাকাশচারী জোশ ক্যাসাডা অরোরা বোরিয়ালিসের একটি এমন ছবি শেয়ার করেছেন।
তিনি মহাকাশে যাওয়ার পর পৃথিবীটাকে বাইরে থেকে ঠিক কেমন দেখতে লাগে, তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন। মনে হয়েছিল যেন, একটি সবুজ চাদরে ঘেরা রয়েছে পৃথিবী।
আল-নেয়াদির পোস্টে প্রচুর মানুষ কমেন্ট করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনাদের মতো মহাকাশচারীর জন্য সাধারণ মানুষ কত কিছুর সাক্ষী হতে পারে।"