6January 2024

গাছে উঠে ডিম পাড়ছে মাছ!

credit: istock

TV9 Bangla

পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে, যা হয়তো তাদের প্রজাতির থেকে আলাদা। এমনকী আচরণগত দিক থেকেও তারা বেশ আলাদা।

আর সেই তালিকায় রয়েছে এক রকম মাছ। জলে বাস করলেও নিদিষ্ট কিছু কিছু সময়ে তারা জল থেকে উঠে এসে গাছের পাতায় বসে।

এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এমনটা কীভাবে সম্ভব। জলই যেখানে মাছের জীবন, সেখানে কোনও মাছ কী করে জলের বাইরে বাঁচতে পারে।

আসলে মাছটি যখন ডিম পাড়ে, তখন সে জল থেকে উঠে আসে গাছের পাতায়। আপনার কাছে এটা অদ্ভুত মনে হলেও আদতে এটাই সত্যি।

মাছটির নাম স্প্ল্যাশ টেট্রা। আর এই প্রজাতির মাছেরা জলে ডিম পাড়ার পরিবর্তে জলের কাছাকাছি কোনও গাছের পাতাকে বেছে নেয়। কিন্তু কেন?

শিকারী মাছদের থেকে ডিমকে রক্ষা করার জন্য়ই এমনটা করে থাকে স্প্ল্যাশ টেট্রা। স্ত্রী মাছ একবারে 10-12টি ডিম পাড়ে। তারপরে পুরুষ মাছ সেই ডিম নিষিক্ত করে।

এই গোটা প্রক্রিয়াটি 200-250টি ডিম না দেওয়া পর্যন্ত চলতে থাকে। তারপরে পুরুষ মাছটি তিন দিনের জন্য সেই ডিমের উপর জল ছেটাতে থাকে।

যাতে সমস্ত ডিমকে সূর্যের আলো থেকে রক্ষা পায়, তাই এই অভিনব আচরণ করে মাছটি। তিন দিন পর বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়ে জলে আসে।