মানুষের ক্রমাগত গাছ কাটার কারণে পৃথিবী উষ্ণ হচ্ছে। অক্সিজেন কমে যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের গতি বেড়ে যাচ্ছে।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতে উইপোকারও কিছু অবদান রয়েছে। ঘরের আসবাবপত্র ও বইপত্র ধ্বংসকারী এই ক্ষুদ্র প্রাণীটিও বৈশ্বিক উষ্ণায়নের জন্য় দায়ী।
সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে, উইপোকা গরম আবহাওয়ায় আরও দ্রুত কাঠ খাওয়া শুরু করে। আর সেটাই আসল কারণ।
এমনকি প্রতি 10 ডিগ্রী উষ্ণতা বৃদ্ধি তাদের কাঠ খাওয়ার ক্ষমতাকে 7 গুণ বৃদ্ধি করে। কিন্তু উইপোকার কাঠ খাওয়ার সঙ্গে তাপ বাড়ার সম্পর্ক কী?
গাছপালা বিশ্ব উষ্ণায়নে বা বৈশ্বিক কার্বন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সালোকসংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড শোষণ করে যাতে তাপমাত্রা স্বাভাবিক থাকে।
গাছের বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে তাদের কিছু অংশ পচে যেতে শুরু করে। উইপোকা প্রথমে পচা জায়গাগুলিকে লক্ষ্য করে খাওয়া শুরু করে।
ফলে এটি থেকে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস নির্গত হয়। এগুলি এক প্রকার গ্রিন হাউস গ্যাস, যা দ্রুত তাপমাত্রা বাড়িয়ে তুলছে।
তাই তাপমাত্রা বাড়ার সঙ্গে-সঙ্গে উইপোকার সংখ্যা এবং তাদের কাঠ খাওয়ার গতিও বাড়ছে। যার সরাসরি প্রভাব দেখা যাবে বৈশ্বিক উষ্ণতায়।