09 December 2023

পৃথিবীতে টিকতে পারছে না এসব পশু

credit: Google

TV9 Bangla

দিনের পর দিন যত গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যত বাড়বে, ততই পৃথিবীতে বিদ্যমান গাছ ও পশুর প্রতি 10টি প্রজাতির মধ্যে একটি বিলুপ্ত হয়ে যাবে।

জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনে উপস্থাপিত নতুন গবেষণা বলছে, এই বিপজ্জনক পরিস্থিতি সামাল দিতে হবে। নাহলেই বিপদ।

এখানে সেই সব বিপন্ন প্রজাতির কিছু উদাহরণ দেওয়া হল, যেগুলি বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে গবেষকরা মনে করেন।

আমুর চিতাবাঘ: সম্পূর্ণ বন্য জগতে আনুমানিক 100টি আমুর চিতাবাঘ অবশিষ্ট রয়েছে। উত্তর-পূর্ব চিন এবং পূর্ব রাশিয়ার বনাঞ্চলে এদের সন্ধান পাওয়া যায়।

জাভান গন্ডার: বন্য জগতে আনুমানিক 72-টি অবশিষ্ট রয়েছে। জাভান গন্ডার বিশ্বের সবচেয়ে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি।

সাওলা: সাওলা একটি হরিণ, যা শুধুমাত্র লাওস এবং ভিয়েতনামের আনামাইট পর্বতমালায় পাওয়া যায়। এটি বন্য জগতে আনুমানিক 100-টিরও কম রয়েছে।

ভাকুইটা: ভাকুইটা বিশ্বের সবচেয়ে বিপন্ন সামুদ্রিক প্রাণী। এর আনুমানিক 10টি বন্য জগতে বেঁচে আছে। এদের দেখা মেক্সিকো এর ক্যালিফোর্নিয়া উপসাগরে পাওয়া যায়।

সুমাত্রান হাতি: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেই এই সুমাত্রান হাতির দেখা মেলে। সুমাত্রান হাতি একটি বিপন্ন প্রজাতির হাতি।