13 December 2023

ইউরেনাসে বরফের পাহাড়!

credit: Instagram

TV9 Bangla

বরফ গ্রহ ইউরেনাসের ব্যাসার্ধ 25,362 কিমি। ভূপৃষ্ঠের তাপমাত্রা মাইনাস 216 ডিগ্রি সেলসিয়াস থাকে। সূর্যকে এক বৃত্তাকার করতে 84 বছর সময় লাগে।

মহাজাগতিক যে কোনও কিছুই স্পষ্ট দেখার ইচ্ছে কার-ই বা না থাকে। আর সেই ইচ্ছেই পূরণ করে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)।

ইউরেনাসের একটি সুন্দর ছবি JWST-এর Webb Near-Infrared Camera (NIRCam) দিয়ে তোলা হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন।

এর আগে হাবল, ভয়েজার-2 এবং কেক অবজারভেটরি ইউরেনাসের ছবি তুলেছিল। এই গ্রহের সৌন্দর্যেই ফুটে উঠেছে নীল রং, সাদা রং এবং তার উপর আবছা-চকচকে রিং।

যে অংশ সূর্যের দিকে রয়েছে, তা মুক্তোর মতো জ্বলছে। ইউরেনাসের মেরুতে একটি ভিন্ন আভা দেখা গিয়েছে। এর পৃষ্ঠে জল, মিথেন এবং অ্যামোনিয়া রয়েছে।

ওয়েবের ছবিতে ইউরেনাসের 13টি বলয়ের মধ্যে 11টি দেখা যাচ্ছে। বরফ গ্রহ ইউরেনাসের ছবি সামনে আসতেই বিজ্ঞানীরাও অবাক হয়েছেন।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, JWST মাত্র 12 মিনিটের জন্য ইউরেনাসের দিকে ঘুরেছিল। আর তখনই এই দুর্দান্ত সব ছবি এসেছে।

আরও কিছুক্ষণ থাকলে অনেক দৃশ্য দেখা সম্ভব হত। তবে এই ছবির ভিত্তিতে বর্তমানে ইউরেনাস নিয়ে বিশদ গবেষণা করছেন বিজ্ঞানীরা।