সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ Fire-Boltt Ninja Pro Max

এই স্মার্টওয়াচে রয়েছে ১.৬ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। 

মোট আটটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ।

এটি একটি IP67 রেটিং প্রাপ্ত স্মার্টওয়াচ যা ধুলো এবং জলের ক্ষেত্রে রেজিসট্যান্ট।

ভারতে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে ১৮৯৯ টাকায়। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।