আপনার ফোনে প্রথমে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটিকে খুলুন এবং অ্যাক্টিভেট করতে বলুন ‘Hey Google’।

যেই আপনি একবার অ্যাক্টিভেট করলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি আপনাকে উত্তর দেবে।

এবার গুগল অ্যাসিস্ট্যান্টকে বলুন, ‘Send WhatsApp Number To XXXX (যে নম্বরে মেসেজ পাঠাচ্ছেন, তাঁর নাম বা নম্বর)’। 

কী মেসেজ পাঠাতে চাইছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি সে কথা জিজ্ঞেস করবে আপনাকে। গুগল অ্যাসিস্ট্যান্ট যা টাইপ করবে, সেটাই আপনি বলুন।

এবার গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার মুখে বলা বার্তাটি ওপারের ব্যক্তির কাছে প্রেরণ করার আগে আপনাকে একবার দেখিয়ে নেবে। দেখে নিন, ভুলচুক থাকলে ঠিক করে নিন।

গুগল অ্যাসিস্ট্যান্ট এবার আপনাকে জানাবে যে, প্রেরণের জন্য মেসেজটি তৈরি। আপনাকে কেবল নিশ্চিত করতে হবে। তার জন্য বলুন, “Okay, Send it.”