গরম জল একদম ব্যবহার করবেন না। ঠান্ডা জলে স্নান করুন।

চুলের আর্দ্রতা বজায় রাখে এমন শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।

স্নান সেরে সুতির গামছা বা তোয়ালে ব্যবহার করুন চুল মুছতে।

ভেজা চুল আঁচড়ানোর জন্য বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন।

সপ্তাহে ৭ দিনই চুল ভেজানোর প্রয়োজন নেই। দু-তিনদিন মাথায় জল দিলেই যথেষ্ট।

ড্রায়ারের বদলে স্বাভাবিক ভাবে চুল শুকনো করে নিন।

প্রয়োজনে সিরাম ব্যবহার করতে পারেন।