শাহরুখ খানের সঙ্গে 'জাওয়ান' ছবি দিয়ে বলিউড ডেবিউ করতে চলেছেন নয়নতারা।
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মিশন মজনু ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন রশ্মিকা মনদানা। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই, আর রণবীর কাপুরের সঙ্গে করছেন অ্যানিমেল ছবিতে কাজ।
হৃত্বিক রোশনের বিপরীতে মহেঞ্জোদারও ছবি দিয়ে ডেবিউ। আবার সলমন খানের সঙ্গে কভি ঈদ কভি দিওয়ালি, আর রণবীর সিংয়ের সঙ্গে সার্কাস ছবিতে আবার হিন্দি সিনেমা অভিনয় করছেন পূজা হেগড়ে।
হিন্দি ওয়েব সিরিজ ফ্যামেলি ম্যান ২ দিয়ে ডেবিউ সামান্থা রুথ প্রভুর। এবার বরুণ ধাওয়ানের সঙ্গে সিটাডেল ছবির হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন।
'মাদ্রাস ক্যাফে' দিয়ে বলিউডে ডেবিউ। আবার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে যোদ্ধা আর শাহিদ কাপুরের সঙ্গে একটি ওয়েব সিরিজে কাজ করবেন রাশি খান্না।