বলিউডে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তাও কিছু চরিত্রের জন্য রয়েই গিয়েছে খিদে।
যার মধ্যে ‘সত্যা’ অন্যতম। শাহরুখ খান ছবি দেখে বলেছিলেন, জেডি চক্রবর্তীকে সরিয়ে তাঁকে ওই চরিত্রটিতে বসাতে।
ছবির ২২ বছর পূর্তী উপলক্ষে জেডি চক্রবর্তী নিজেই এই কথা জানিয়েছেন।
‘সত্যা’ ছবির বিশেষ স্ক্রিনিং দেখে শাহরুখ নিজেই ফোন করে এই কথা মজা করে বলেন চক্রবর্তীকে।
রাম গোপাল ভার্মার অন্যতম জনপ্রিয় ছবি ‘সত্যা’।
শাহরুখ কখনও রাম গোপালের কাজ করেননি।
চক্রবর্তী অনেক দিন পর আবার বলিউড ছবি করলেন ‘অনেক’ সিনেমাতে।