সৌদি আরবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ছবির কাজ শেষ করলেন শাহরুখ
আর শেষ করেই উমরাহর উদ্দেশে কিং খান পৌঁছে গেলেন ধর্মীয় স্থান মক্কায়
ভাইরাল হয়েছে তাঁর বেশ কিছু ছবি
দীনবেশে তাঁকে দেখে আপ্লুত ভক্তকুল
ইসলামে ‘উমরাহ’ হল অবাধ্যতামূলক মক্কা-মদিনা যাত্রা
বছরের যে কোনও সময় তা করা যায়
অনুরাগীদের ধারণা সৌদি আরবে শুটিং শেষ করেই তাই আগামী ছবিগুলির জন্য ঈশ্বরের আশীর্বাদ নিতেই তাঁর এই মক্কা যাত্রা