বড় ঠাকুরের মূর্তি মন্দিরে ঠাঁই মিললেও ঘরে কেন পুজো করা হয় না, প্রশ্ন অনেকেরই।
শনিকে অনেকেই অশুভ বলে মনে করেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবের পুজো করা অত্যন্ত শুভ।
তবুও কেন ঘরে শনির মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হয় না, জানেন?
শনিকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। তাই মন্দিরে মন্দিরে বড়ঠাকুরের পুজো করা হয়।
মনে করা হয়, শনির দৃষ্টি অশুভ। তাই প্রত্যক্ষ দৃষ্টি এড়াতে বাড়িতে শনির পুজো করা হয় না।
জ্যোতিষ মতে, শনিদেবের মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করাও ভাল নয়।
রয়েছে পৌরাণিক কাহিনি। ধ্যানে মগ্ন শনিদেবকে শান্ত করতে চেষ্টা করেছিলেন শনির স্ত্রী। কিন্তু শনির ধ্যান ভাঙেনি।
তাতেই ক্রদ্ধ হয়ে শনিকে অভিশাপ দিয়ে বসেন তাঁর স্ত্রী। তিনি বলেন, শনি যে যে দিকে তাকাবে, সেই দিক বা ব্যক্তির জীবন অভিশপ্ত হয়ে উঠবে।
মন্দিরে বড় ঠাকুরের পুজো করা সময় কখনওই শনিদেবের চোখের দিকে তাকাবেন না।