অঙ্কিতা চক্রবর্তী আজকের কাদম্বরী। রবীন্দ্রনাথের বৌঠান কাদম্বরীর সঙ্গে তাঁর চরিত্রের কোনও মিল কি আছে?
ছবির নাম 'কাদম্বরী আজও'। পরিচালক শর্মিষ্ঠা দেব।
এই ছবির জন্য তিনি ডেবিউ পরিচালক পুরস্কার পেলেন তেলেঙ্গনা বাংলা চলচ্চিত্র উৎসবে।
ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
অনেকদিন পর শর্মিষ্ঠার এই ছবিতে পাওয়া যাবে অমিতাভ ভট্টাচার্যকে। লেখকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
ছবির কাহিনিতে আজকের আপাতত দৃষ্টিতে দৃঢ়চেতা কাদম্বরীর জীবনে কী পরিণতি হয় তা জানা যাবে।
ছবিটি ইতিমধ্যেই ইন্দো-ফ্রান্স এবং রিলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। ফ্রান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে 'কাদম্বরী আজও'।