বিগ বস সিজন ১৬-তে নয়া টুইস্ট। আসছেন কমেডিয়ান অভিনেতা শেখর সুমন।
রবিবার সলমন খানের সঙ্গে তিনিও থাকবেন সঞ্চালকের ভূমিকায়।
তবে তিনি থাকবেন সদস্যদের ফ্রেন্ড, ফিলোজফার, গাইডরূপে।
তাঁর এই বিশেষ বিভাগটির নাম বিগ বুলেটিন উইথ শেখর সুমন।
শেখর বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের আচরণবিধি সম্পর্কে সচেতন করবেন।
শেখর এই শোয়ের অংশ হতে পেরে খুশি।
তাঁর মতে, “১৫ বছর ধরে একটা শো দর্শকদের মনোরঞ্জন করছে, তার অংশ হতে পেরে খুব ভাল লাগছে”।