টিপিক্যাল জ্যাজ ফ্যাশনে নজর কাড়লেন ডিজাইনার ডলি জে। গ্ল্যামারাস শোয়ে অনবদ্য কালেকশনে মুগ্ধ ফ্য়াশনিস্তারা।

শ্যাম্পেন, ডাস্টি পিংকস, পাউডারড লিলাকস, গোল্ডের উপর শাড়ি থেকে গাউনের সম্ভার ছিল এদিন।

পশ্চিমী ধাঁচে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় পরিপূর্ণতা পেয়েছে এদিনের ফ্যাশন কালেকশন।

গ্ল্যামারাস গাউনে শিল্পা শেট্টি কুন্দ্রার সাজ ছিল নজরকাড়া। বিয়ের রিসেপশনের জন্য পারফেক্ট আউটফিট বলে উল্লেখ করেছেন।

তাঁর মতে, অসাধারণ এই আউটফিটটি একটি সুন্দর সৃষ্টি। এর মধ্যে রয়েছে পকেট, যেটা সবচেয়ে আকর্ষণীয়। এছাড়া নববধূরা এটিতে স্বাচ্ছন্দ্যবোধ করবে।

দিল্লির ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান কউচার উইকে এক অসাধারণ ও অনবদ্য ফ্যাশন শোয়ে শোস্টপার ছিলেন শিল্পা শেট্টি কুন্দ্রা।