শিব-পার্বতীর বিয়ের দিন নীলষষ্ঠী কেন?
পৌরাণিক কাহিনি অনুযায়ী, দক্ষকন্যা সতীর দেহত্যাগের পর শিব রাগে অন্ধ হয়ে যান। স্ত্রীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করেন মহাদেব।
অবশেষে সতীর দেহ সুদর্শনে খণ্ড খণ্ড করে শিবকে শান্ত করেন শ্রীবিষ্ণু। এ কাহিনি সকলের জানা।
ঠিক সেই সময়েই নীলধ্বজ রাজার বেল গাছের বনে এক সুন্দরী কন্যা রূপে আবির্ভূত হন সতী।
নীলধ্বজ রাজা সেই মেয়েকে নিজের কন্যা রূপে সর্বগুণে সম্পন্না করে বড় করে তোলেন।
কন্যার নাম হয় নীলাবতী। একসময়ে শিবের সঙ্গে নীলাবতীর বিয়ে দেন রাজা।
নীলধ্বজের সেই বড় আদরের পালিত কন্যা নীলাবতী ও শিবের বিয়েই পরবর্তীকালে নীলষষ্ঠী নামে পরিচিত হয়।
এছাড়া দেবী ষষ্ঠীর আশীর্বাদে বর পেয়ে হারানো সন্তানদের ফিরে পাওয়া কাহিনি এইদিনের জন্য সমান গুরুত্বপূর্ণ।
চৈত্র সংক্রান্তির আগে এই ব্রতের গুরুত্ব মারাত্মক