দোরগোড়ায় পুজো। তাই ব-ষ্টি উপেক্ষা করেই চলছে দেদার শপিং। জমিয়ে সবাই কেনাকাটা করছেন
পুজোর জামার মধ্যে আলাদাই একটা গন্ধ মিশে থাকে। যতই কেনাকাটা হোক তবু যেন শেষ হতে চায় না
পুজোর অনেক আগে থেকেই সেল শুরু হয়ে যায়। অনলাইনে যতই কেনা হোক না কেন দোকান থেকে একটা জামা কিনতেই হবে।
শুধু জামা কিনলেই হবে না। তার সঙ্গে ম্যাচিং করে জুতো, গয়না এসবও তো কিনতে হবে। তাই মেনে চলুন কিছু শপিং টিপস।
পুজোর মাসে খরচা বেশি। তাই ঝোঁকের বশে কিছু কিনে ফেলবেন না। পকেট বাঁচিয়ে তবেই কিনুন। তাড়াহুড়োতে জামা কিনলে সেই জামা অধিকাংশ সময়ই খারাপ হয়
পুজোতে কিনতেই হবে বলে যে প্রচুর দাম দিয়ে কিছু কিনে ফেলবেন এমনটাও করবেন না। যতটা প্রয়োজন ততটাই কিনুন। মনকে নিজেকেই কন্ট্রোল করতে হবে
শুধু নিজের কথা না ভেবে অন্যদের কথাও ভাবুন। ওদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। তবেই না পুজোর আনন্দ