বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই ফ্রিজ রয়েছে।
বেশিরভাগ মানুষই সারাদিন ফ্রিজ চালু রাখেন।
কেউ আবার দিনে 1-2 ঘণ্টার জন্য বন্ধ রাখেন।
কিন্তু আদৌ কি সারাদিন ফ্রিজ চালানো উচিত?
একটানা 24 ঘণ্টা ফ্রিজ চললে কোনও সমস্যা নেই।
তবে ফ্রিজে কোনও যান্ত্রিক সমস্যা থাকলে এভাবে না চালানোই ভাল।
সারা বছর ফ্রিজ চললেও কোনও সমস্যা নেই।
তবে সেক্ষেত্রে কুলিং পাওয়ার কিছুটা কম রাখবেন।
তবে অদরকারে এটি বন্ধ রাখাই ভাল।