ত্বকের যত্ন না নিলে তা রুক্ষ-শুষ্ক হয়ে যায়।

সময়ের সঙ্গে ধীরে-ধীরে বুড়িয়ে যেতে থাকে ত্বক।

বলিরেখা, ব্রণ, দাগছোপ—সব সমস্যার সমাধান হতে পারে মধু।

মধু হল প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের উপর একাধিক উপকারিতা এনে দেয়।

মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান।

ত্বকের প্রদাহ কমিয়ে ব্রণর সমস্যাকে দূরে রাখে মধু। পাশাপাশি ক্ষত নিরাময় করে।

মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এটি ত্বকের বার্ধক্যকে দূরে রাখে।

ত্বকের কোলাজেন নামের প্রোটিন বৃদ্ধিতে সাহায্য করে মধু।

মধুর মধ্যে থাকা এনজাইম ত্বককে মোলায়েম ও নরম করে তোলে।