শিখর ধাওয়ানের হাত থেকে মোবাইল হঠাৎই ছিনিয়ে নিলেন শ্রেয়স আইয়ার। কী হল তারপর?

সেই ঘটনার ভিডিয়ো ইন্সটাগ্রামে তুলে ধরেছেন গব্বর

আসলে শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়ার বর্তমানে এনসিএতে রয়েছেন

সেখানেই গব্বরের মোবাইল কেড়ে নেন শ্রেয়স। সঙ্গে সঙ্গে শিখর তেড়ে যান শ্রেয়সের দিকে

এরপর শ্রেয়স রেমা ও সেলেনা গোমেজের 'Calm Down' গানের তালে নাচতে শুরু করেন

এই 'Calm Down' গানটি এখন ইন্সটাগ্রামে ট্রেন্ডিং। সেই ট্রেন্ডেই গা ভাসালেন শ্রেয়স-শিখর

 শ্রেয়সকে নাচ করতে দেখে বেশিক্ষণ চুপ করে থাকতে পারেননি শিখর। তিনি নিজেও নাচ করতে শুরু করেন

পুরো বিষয়টি মজা করেই এবং পরিকল্পনা করেই করেছেন শিখর-শ্রেয়স। যা বুঝতে কোনও অসুবিধে হওয়ার কথা নয়