বাইরে বের হলেই চাই টাচআপ! ক্ষতির লিস্টটা দেখুন একবার

হেয়ার জেল, সিরাম, কালার স্প্রে ইত্যাদি পণ্য ব্যবহারে চুলের চরম ক্ষতি হয়।

মেকআপের সবচেয়ে বেশি ও সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হল ব্রণ।

ত্বকের অত্যাধিক মেকআপ প্রয়োগে বিশেষ করে তৈলাক্ত ত্বক ছিদ্রপথগুলিকে আটকে রাখে।

তাতে ব্রেকহেডস ও ব্রণের প্রবণতা বেড়ে যায়।

ফাইন লাইনস ও বলিরেখার মতো সমস্যা দেখা যায়। এমনকি দীর্ঘমেয়াদী বিপরীত ফল দেখা যায়।

জানেন কি, মেকআপ করলে ত্বকের ও চুলের কী কী ক্ষতি হতে পারে?

চোখে ঘন ঘন মাস্কারা ও আইলাইনার দিলে চোখের পাতায় ব্যাকটেরিয়া জন্মায়। সংক্রমণের জেরে নানা সমস্যার সৃষ্টি হয়।