চায়ের নেশা কমবেশি সকলের। তবে অতিরিক্ত চা খেলে হতে পারে বিপদ তা জানা আছে? 

অতিরিক্ত চা খেলে বাড়ে উৎকন্ঠা

চায়ে থিওফাইলিন নামক রাসায়নিক থাকে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ায়

হার্টের সমস্যা থাকলে বেশি চা না খাওয়াই ভাল

অনেকে ডাক্তারই গর্ভাবস্থায় চা বা কফি বেশি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন 

কারণ, চায়ে থাকা ক্যাফেইন গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকারক হিসেবে ধরা হয়

রাত ৮টার পর চা না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা 

কারণ এতে ঘুমের ব্যঘাত ঘটতে পারে ঘ