চায়ের সঙ্গে বিস্কুট ছাড়া চলে না অনেকেরই

তবে জানেন কি এই বিস্কুটই ডেকে আনতে পারে আপনার সর্বনাশ

বিস্কুটে তৈরিতে ব্যবহার করা হয় পাম অয়েল

এই ফ্যাটযুক্ত তেল হার্ট অ্যাটাকের অন্যতম কারণ

এছাড়াও বিস্কুটে ময়দা থাকে যা স্থূলতার জন্য দায়ী

একটি গবেষণা অনুযায়ী, অত্যধিক বিস্কুট খেলে কোকেন বা মরফিনের নেশার মতো অনুভূতি হতে পারে

বিস্কুটে থাকে সোডিয়াম। অত্যধিক পরিমাণে সোডিয়াম খেলে বিপদ হতে পারে

বিস্কুটে শর্করা থাকে যা শরীরের জন্য ক্ষতিকারক

বিস্কুটে রয়েছে বিএইচএ ও বিএইচটি যা রক্তের জন্য ক্ষতিকারক