রুটিন না মানলে চুল হতে পারে আরও পাতলা।

পার্মানেন্ট হেয়ার স্ট্রেটনিংয়ের ফলে চুল ঝরে পড়ে সবচেয়ে বেশি।

স্ট্রেটনিং করার ফলে অতিরিক্ত ব্রেকেজের সমস্যা দেখা দিতে পারে। শুষ্কতার জেরে চুল ফেটে যেতে পারে।

প্রাণহীন চুলকে সতেজ করতে ন্যাচারাল অয়েল দিয়ে ম্য়াসাজ করতে পারেন

ভিজে চুলে কখনওই স্ট্রেটনিং করাবেন না। তাতে চুলের সবচেয়ে বেশি ক্ষতি হয়।

যদি হিটিং টুলস ব্যবহার করতেই হয়, তাহলে লো বা মিডিয়াম তাপে রেখে সেট করুন।

হিটিং টুল ব্যবহার করার আগে অবশ্যই চুলে হিট প্রোটেক্ট্যান্ট প্রয়োগ করুন। তাতে চুলের ক্ষতির মাত্রা অনেক কম হয়।