টিভির পর্দায় কিংবা ম্যাগাজিনের দৌলতে রূপটান নিয়ে আজকাল সকলেই সচেতন
মোমের মত কোমল, সুন্দর ত্বকের অধিকারী হতে চান সকলেই
আর তাই নিয়মিত ভাবে লোম ছেঁটে ওয়াক্সের প্রয়োজন পড়ে
কেউ পার্লারে গিয়ে আবার কেউ ক্রিম আর স্ট্রিপের সাহায্যে বাড়িতেই ওয়াক্স করেন
তবে নিয়মিত ভাবে ওয়াক্স যে ত্বকের জন্য মোটেই ভাল নয়
ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, বলিরেখা অনেক দ্রুত আসে
ওয়াক্সিং এর সময় ত্বকে টান পড়ে, যার ফলে পিগমেন্টেশন বেশি আসে