ক্রিসমাস ডে হল খ্রিষ্টদের বার্ষিক উত্‍সব।

খ্রিস্টের প্রকৃত জন্ম তারিখ নিয়ে তর্ক রয়েছে, তবে চতুর্থ শতাব্দী থেকে এই দিনে ক্রিসমাস পালন করা হয়।

ক্রিসমাস শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি ক্রিস্টেস ম্যাসেস থেকে। 

বাইবেল অনুসারে, যিশুর জন্মের সময় তিন ম্যাজাই স্বর্ণ ও সুগন্ধী ও ধূপ নিয়ে এসেছিলেন।

ম্যাজাইদের স্মরণে পালিত হয় ৬ জানুযারিতে এপিফেনি উত্‍সব পালন করা হয়।

কোনও কোনও চার্চে আবার এইদিন আনুষ্ঠানিকভাবেও বড়দিন পালন করা হয়।

ঈশ্বরের পুত্র যিশু খ্রিষ্টের জন্মকে স্মরণ করেই এদিন ধুমধাম করে পালিত হয় সারা বিশ্বে।